আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানকে জনগণ বিজয়ী করবে : এ্যানি

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭ আপডেট: : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৮
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের জনগণ আগামী নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচিত করবে। 

তিনি বলেন, ‘যদি বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসতে হয়, তাহলে এখন থেকে প্রধান কাজ হলো আমাদের মা বোনদের কেউ যেন ভুল বুঝাতে না পারে। সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মাঠে কাজ করতে হবে।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আজ মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে এ কথা বলেন।

এ্যানি বলেন, ‘আমগো গেরামের (গ্রামের) মহিলারা কোনোদিন আওয়ামী লীগ করেনি। আপনারা খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন। খালেদা জিয়াকে আপনারা বুয়া বুয়া (আপা) কই (ডেকে) হান (পান) খাওয়াইছেন।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পর আপনাদের চোখ দিয়ে পানি পড়েছে। নামাজের বিছানায় ছিলেন, দোয়া করেছেন। তাই, বেগম খালেদা জিয়ার দল হলো বিএনপি, ধানের শীষ এবং এ্যানি চৌধুরীর পার্টি।’

তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খসড়া ভোটার তালিকা প্রকাশ করল বিসিবি
ঝালকাঠিতে ‘লিগ্যাল এইড’ কমিটির সভা 
খুলনায় ৪২ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা
বাগেরহাটে সারের বস্তায় হুক মারায় ডিলারকে জরিমানা 
চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ অভিযানে জালসহ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতার
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এনজিও ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান কোইকার
শিল্প পুলিশের সক্ষমতা বৃদ্ধির ফলে খুলনার কল-কারখানায় শৃঙ্খলা ফিরেছে
গ্রাম আদালতকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচারের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে
ভারতের বিপক্ষে ইতিবাচক ও ঐক্যবদ্ধ থাকতে চান মাহেদি
১০