দুর্গাপূজা উপলক্ষে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯
৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ। ছবি : বাসস

খুলনা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকার ৭৪টি পূজা মণ্ডপে আজ বিকেলে ৬ লাখ ৮৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। 

কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেসিসির প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কমিটি গঠন করে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন। নিরাপত্তার স্বার্থে সব মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নিতে হবে। নগরীতে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ঘাটগুলো পরিচ্ছন্ন করা ও সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে কেসিসির সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কেসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থায় গভীর দুঃখ প্রকাশ, সরকারের আইনি ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান
খসড়া ভোটার তালিকা প্রকাশ করল বিসিবি
ঝালকাঠিতে ‘লিগ্যাল এইড’ কমিটির সভা 
খুলনায় ৪২ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা
বাগেরহাটে সারের বস্তায় হুক মারায় ডিলারকে জরিমানা 
চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ অভিযানে জালসহ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতার
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এনজিও ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান কোইকার
শিল্প পুলিশের সক্ষমতা বৃদ্ধির ফলে খুলনার কল-কারখানায় শৃঙ্খলা ফিরেছে
১০