মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য ও নকল ফটোকার্ড শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য ও নকল ফটোকার্ড প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, যমুনা টিভি ও ডিবিসি নিউজের লোগো ও ডিজাইন ব্যবহার করে নকল ফটোকার্ড তৈরি করে মির্জা ফখরুলের নামে কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। যেমন, যমুনা টিভির লগো সম্বলিত কার্ডে লেখা হয়েছে— ‘৭১-এর চেতনাকে বাঁচিয়ে রাখতে দরকার হলে আওয়ামী লীগের সঙ্গে জোট করবো’ এবং ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে জোট করতে চায় বিএনপি’।

এছাড়া ডিবিসি নিউজের লোগো সম্বলিত অন্য একটি কার্ডে বলা হয়েছে— ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের সমঝোতা শেষ পর্যায়ে। ভারতের সঙ্গে সমন্বয় করে জামাতকে ঠেকানোর সব প্রক্রিয়া সম্পন্ন। আমরা এই তিন শক্তি একত্রে জামাতকে প্রতিহত করে দেব।’

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম কোনো মন্তব্য করেননি। গণমাধ্যম দু’টির (যমুনা টিভি ও ডিবিসি নিউজ) ভেরিফায়েড ফেসবুক পেজ বা ওয়েবসাইটেও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ নেই। মূলত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নকল ফটোকার্ড বানিয়ে সামাজিক মাধ্যমে এসব মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে।

যমুনা টিভির ফটোকার্ড যাচাই করে বাংলাফ্যাক্ট টিম দেখে, লোগোসহ কার্ডগুলোর টেক্সট ফন্ট মূল ফটোকার্ডের সঙ্গে মেলে না এবং এতে প্রকাশের কোনো তারিখ নেই। ডিবিসি নিউজের ফটোকার্ডের ক্ষেত্রেও একই ধরনের অসঙ্গতি পাওয়া গেছে।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি ভারতের দৈনিক ‘এই সময়’-এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে রাজনৈতিক পরিসরে আলোচনা-সমালোচনা চলছে। তবে, প্রকাশিত এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি বলে বিবৃতি দিয়েছে বিএনপির মিডিয়া সেল। সাক্ষাৎকারটি নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যেই এই নকল ফটোকার্ডগুলো ছড়ানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট আরো জানায়, প্রাসঙ্গিক কী ওয়ার্ড সার্চ করে বিএনপির মহাসচিব এমন কোনো মন্তব্য করেছেন বলে কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়নি।

বাংলাফ্যাক্ট সুনির্দিষ্টভাবে জানায়, এই মন্তব্যগুলো ভুয়া এবং উল্লিখিত ফটোকার্ডগুলো নকল।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে বেড়েছে পুজামণ্ডপ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা
দুর্গাপূজা উপলক্ষে জমে উঠেছে সাতক্ষীরা শহরের শপিংমল, ক্রেতাদের উপচে পড়া ভিড়
আগামী ৬ নভেম্বর হাবিপ্রবি’র ছাত্র সংসদ নির্বাচন
লালমনিরহাটে অজুুখানার নির্মাণসামগ্রী বিতরণ
মাদারীপুরে ট্রমা সেন্টারের ভবন আছে সেবা নেই
রাবিপ্রবিতে আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক সেমিনার
পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন হত্যা মামলায় রিমান্ডে
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা
১০