১০ লাখ মানুষের চক্ষু পরীক্ষা ও এক লাখ ছানি অপারেশনের উদ্যোগ পিকেএসএফ-অরবিসের

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৪ আপডেট: : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮
এক লাখ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ পিকেএসএফ ও অরবিসের। ছবি : বাসস

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে আগামী দুই বছরে দেশের ১০ লাখ নিম্ন আয়ের মানুষের চক্ষু পরীক্ষা এবং এক লাখ মানুষের ছানি অপারেশনের বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও আন্তর্জাতিক সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল।

‘কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস ইন বাংলাদেশ’ শীর্ষক এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও জাতীয় উৎপাদনশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১ মিলনায়তনে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং অরবিস ইন্টারন্যাশনালের ফাউন্ডেশনস অ্যান্ড ইনস্টিটিউশনাল রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মিজ ক্রিস্টি হুবার্ড।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ।

অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ উদ্যোগটির সার-সংক্ষেপ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাইদুর রহমান বলেন, দৃষ্টিশক্তি হারালে একজন মানুষ কর্মহীন হয়ে পড়ে। ছানি অপারেশনের মাধ্যমে মানুষ পুনরায় কর্মক্ষম হয়ে ওঠে, যা জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তিনি আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ জাতীয় অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচিকে আরও কার্যকর করবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আধুনিক চক্ষু চিকিৎসার সুবিধা পাবে।

বিশেষ অতিথি ক্রিস্টি হুবার্ড বলেন, বাংলাদেশে অন্ধত্বের প্রধান কারণ ছানি হলেও এটি সহজে নিরাময়যোগ্য। 

প্রায় চার দশক ধরে অরবিস ইন্টারন্যাশনাল ছানি অপারেশনের মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। তিনি এ সাফল্যের ধারাবাহিকতায় পিকেএসএফ-এর উদ্ভাবনী উদ্যোগ, নেতৃত্ব ও প্রতিশ্রুতির প্রশংসা করেন।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, সারাদেশে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে পিকেএসএফ স্বাস্থ্য ও জীবিকা-সংক্রান্ত ঝুঁকি প্রশমনে বিশেষ ভূমিকা রেখে আসছে। যেখানে সরকারি সেবা পৌঁছানো কঠিন, সেখানে সহযোগী সংস্থার মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পিকেএসএফ। 

তিনি বলেন,  এক লাখ ছানি অপারেশনের এই উদ্যোগ দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদান রাখবে।

ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের জানান, ২০১২ সাল থেকে পিকেএসএফ এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে শোভন কর্মসংস্থান সৃষ্টি, ঝুঁকি হ্রাস এবং সক্ষমতা বৃদ্ধি- এই তিনটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে নতুন কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে। অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রতিরোধযোগ্য অন্ধত্ব হ্রাস এখন তাদের অন্যতম অগ্রাধিকার।

প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপনকালে অরবিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ জানান, দেশে ৩০ বছর বা তদূর্ধ্ব প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ বর্তমানে দৃষ্টিহীন, যাদের প্রায় ৭০ শতাংশ ছানিজনিত কারণে অন্ধ। তাদের বড় অংশ কর্মক্ষম জনগোষ্ঠী হওয়ায় জাতীয় উৎপাদনশীলতায় বড় ধরনের ক্ষতি হচ্ছে। এ প্রেক্ষাপটে আগামী দুই বছরে এক লাখ ছানি অপারেশন সম্পন্ন করা হবে।

উদ্যোগটির আওতায় ৫ হাজার আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে ১০ লাখ মানুষের চক্ষু পরীক্ষা করা হবে। 

পাশাপাশি অরবিস-এর সহযোগী ২৫টি চক্ষু হাসপাতালের মাধ্যমে ১ হাজার ২০০-এর অধিক স্বাস্থ্যকর্মীকে প্রাথমিক চক্ষু পরীক্ষা ও রেফারেল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

দেশের ৫০টি জেলায় সরকার পরিচালিত ২০০টি কমিউনিটি আই সেন্টার এবং অরবিসের সহযোগী চক্ষু হাসপাতাল পরিচালিত ১০০টিরও বেশি ভিশন সেন্টার রেফারেল ও ফলো-আপে সহায়তা করবে।

এছাড়া, অরবিস-এর সহযোগী চক্ষু হাসপাতালগুলো ছানি রোগী বাছাই ও তাদের অপারেশন সম্পাদন করবে। 

উদ্যোগটির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে এনে কর্মক্ষমতা পুনরুদ্ধার করা হবে, যা টেকসই উন্নয়নের পথে উল্লেখযোগ্য অবদান রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ারফাইটার নূরুল হুদার প্রতি সহকর্মীদের শেষ শ্রদ্ধা
বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত
করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১৫টি প্রতীক বরাদ্দ করে গেজেট প্রকাশ
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক
বিধি সংশোধন করে শাপলা প্রতীক বরাদ্দ দিতে ইসিতে এনসিপির আবেদন 
ফ্ল্যাট, হোটেল ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে তথ্য দেয়ার আহ্বান ডিএমপি’র
বার্সা শিবিরে দু:সংবাদ
বয়সের কারণে ইয়ামাল ব্যালন ডি’অর পাননি
জাতিসংঘে জনআকাঙ্ক্ষা তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রতি ইসলামী আন্দোলনের আহ্বান
১০