ফ্যাসিবাদীদের সঙ্গে আঁতাতকারীরাই বিশেষ পদ্ধতির নির্বাচন চাইছেন : গয়েশ্বর

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা ফ্যাসিবাদীর সঙ্গে আঁতাত করেছে তারাই বিশেষ পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন।

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে যতই কথা বলেন, প্রচারণায় কেউ পিছিয়ে নেই। পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে। আমরা পিআর বুঝি না।

যে দেশে আছে তাদের কী অবস্থা তাও জানি না। যারা ফ্যাসিবাদীদের সঙ্গে আঁতাত করেছে তারাই এ বিশেষ পদ্ধতি চাচ্ছেন। নির্বাচন না হলে দেশে আবার ফ্যাসিবাদ কায়েম হবে। সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠলে তা হবে দেশের জন্য ভয়ংকর।’

আজ শুক্রবার বিকেলে লালবাগ মডেল স্কুল এন্ড কলেজের মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠসংলগ্ন কেল্লার মোড় শ্মশান ঘাটে শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষ্যে ঢাকা-৭ আসনের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে পূজা মণ্ডপ পাহারা দিতে হবে।

জনগণ ধানের শীষে ভোট দেবে এজন্য অনেকের গাত্রদাহ হচ্ছে। আজকে দেখছি দলের অভাব নেই। একটি এলাকায় দলের একজনই প্রার্থী হয়। সকল প্রার্থী মিলে আগে ধানের শীষে ভোট চাইবেন, তবেই জয় আসবে। বিভক্ত হয়ে ভোট চাইলে ভোটাররা বিভ্রান্ত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন, সদস্য আনোয়ার পারভেজ বাদল, সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনি, রবিন হোসেনসহ সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধ সম্পদ সংরক্ষণকারী দেশকে পাচারকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
অভিষেকের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান
ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি : জাতিসংঘে প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ
সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজায় তারেক রহমানের উপহার
রেকর্ড রেমিট্যান্স প্রবাহ অর্থনৈতিক পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদি উন্নয়নে সহায়তা করছে
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা দল
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
হবিগঞ্জে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক
যশোরে যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
১০