আওয়ামী হামলার শিকার ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৫ আপডেট: : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৭
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল নিয়ে শনিবার রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা মো. দোলন ভূঁইয়াকে দেখতে যান। ছবি: বাসস

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার গুরুতর আহত মোঃ দোলন ভূঁইয়া’র চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

শনিবার সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার বাড়িতে যান।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আহত দোলন ভূঁইয়া’র চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। পরে সুচিকিৎসার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন সাবেক ছাত্রদল নেতা দোলনের কাছে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম এবং সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন।

আরও ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহযোগী কাওসারের অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন মো. দোলন ভূঁইয়া। এতে তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির ১২ দিনের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত
খুলনায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র বস্ত্র বিতরণ
ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ডিএমপির ৩,৪৬১ মামলা
ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪
পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৯ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে
যশোর হাসপাতালে এইচটিসির যাত্রা শুরু
হবিগঞ্জে ১২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত
বিশ্ব পর্যটন দিবসে সুন্দরবন রক্ষার অঙ্গীকার 
ইসরাইলকে সতর্ক করলো গ্রিস
১০