কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সম্মেলন আজ

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫০

কুমিল্লা(উত্তর),২৭ সেপ্টেম্বর,২০২৫ (বাসস): কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সম্মেলন আজ অনুষ্ঠিত হবে। শনিবার বিকেল ৩টায় কুমিল্লা টাউনহল ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।। এ সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নগরজুড়ে।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উপস্থিত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।  বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিনুর রশিদ ইয়াসিন।  এতে সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

সরেজমিনে দেখা যায়, নগরীর প্রতিটি প্রবেশপথে বড় বড় তোড়ন দিয়ে সাজানো হয়েছে।  এতে শোভা পাচ্ছে তারেক রহমানসহ দলটির জেলা, মহানগরের নেতা কর্মীদের ছবি।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর, জাগুরঝুলি, পদুয়ারবাজার বিশ্বরোড দিয়ে শহরে প্রবেশ করতে ব্যানার, ফেস্টুন বড় বড় তোরণ চোখে পরে।

শাসনগাছা, পুলিশ লাইন, টমছমব্রীজ রাজগঞ্জ, চকবাজার, মোগলটুলি সর্বত্র ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে।  টাউনহল ময়দানে করা হয়েছে মঞ্চ । গতরাতে জেলা ও কেন্দ্রীয় কয়েকজন নেতাকর্মী মঞ্চ পরিদর্শনে আসেন।

টাউনহল মাঠে পরিদর্শনে এসে চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী জানান, দীর্ঘ ফ্যাসিবাদের পতনের পর কুমিল্লায় প্রথম সম্মেলন এটি। আশা করছি অত্যন্ত সুশৃঙ্খল একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জানান, সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করেছে। টাউনহলে ১৫ হাজার আসন রাখা হয়েছে, আমরা আশা করছি টাউনহল ছাড়িয়ে কুমিল্লার রাস্তায় নেতাকর্মীদের ঢল নামবে। এ সম্মেলন নিয়ে কুমিল্লায় উৎসব সৃষ্টি হয়েছে।  সবাই তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে উদগ্রীব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির ১২ দিনের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত
খুলনায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র বস্ত্র বিতরণ
ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ডিএমপির ৩,৪৬১ মামলা
ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪
পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৯ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে
যশোর হাসপাতালে এইচটিসির যাত্রা শুরু
হবিগঞ্জে ১২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত
বিশ্ব পর্যটন দিবসে সুন্দরবন রক্ষার অঙ্গীকার 
ইসরাইলকে সতর্ক করলো গ্রিস
১০