বরিশাল, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেছেন, হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি বিগত দিনে ছিলো এবং ভবিষতেও থাকবে। আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করুন। প্রশাসনের পাশাপাশি আপনাদের নিরাপত্তায় বিএনপি নেতাকর্মীরা রয়েছে।
আজ রোববার বেলা ১১টায় বরিশাল নগরীর নতুন বাজার সংলগ্ন মথুরানাথ পাবলিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে শারদীয় দুর্গাপূজায় পূজা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক হুইপ মো. মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এসব উপহার প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এলবার্ড বল্লব রিপন, পূজা উদযাপন কমিটির নেতা ভাষাই কর্মকার, লিমন সাহা কানু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম তরিক প্রমুখ।