যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বাস করছে: দুদু

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১
বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফাইল ছবি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা নতুন নতুন দাবি পেশ করে আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বাস করছে।

তিনি বলেন, ‘একটি মহল বিশ্বাস করে যে নির্বাচন হলে তাদের কোন ভবিষ্যৎ নেই। সেই কারণেই তারা বিভিন্ন বিবৃতি এবং দাবি দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। যারা এটি করছে তারা মূলত বোকার স্বর্গে বাস করছে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত আজ এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে দুদু এ সব কথা বলেন।

জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশের মানুষ তাদের অধিকার রক্ষার জন্য ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছে। এই অধিকার রক্ষার একমাত্র উপায় হলো নির্বাচন। যদি কেউ অন্যথা ভাবেন, তাহলে আসুন আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের জনপ্রিয়তা পরীক্ষা করি।’

তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত শাসনকালের সমালোচনা করে একে ‘নির্মম ও স্বৈরাচারী’ হিসেবে উল্লেখ করে বলেন, তার পতন ছিল ‘সময়ের প্রতিশোধ’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা 
ভারতে পদদলিত হয়ে নিহত ৪০, বিজয়ের ঘনিষ্ঠ ৩ জনের বিরুদ্ধে মামলা
জুলাই-আগস্টে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে
মহাষষ্ঠীর মধ্য দিয়ে লালমনিরহাটে দুর্গাপূজা শুরু
রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষায় উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
১০