মিরপুরের শিয়ালবাড়ি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করবে বুয়েটের প্রতিনিধিদল

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:৪২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল আজ বুধবার বুয়েটের প্রতিনিধিদল পরিদর্শন করবে। তারা সেখানে কী ধরনের কেমিক্যাল রয়েছে তা যাচাই করবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

মহাপরিচালক জানান, এখনও ধোঁয়া বের হচ্ছে এবং গোডাউনে বিভিন্ন প্রকারের কেমিক্যাল রয়েছে। কেমিক্যালের আগুন এবং সাধারণ আগুনের মধ্যে পার্থক্য রয়েছে। কেমিক্যালের আগুন দ্রুত নিয়ন্ত্রণ করতে গেলে দুর্ঘটনার ঝুঁকি থাকে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু আবারও জ্বলে উঠতে পারে। আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো এলাকায় অনুমোদনহীন গোডাউন (গুদাম) গড়ে উঠলে সেটির বিষয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও ‘কসমিক ফার্মা’ নামের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসে খবর আসে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১১টা ৫৬ মিনিটে। শুরুতে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়।

পরে ১৬ জনের মরদেহ পোশাক কারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা।

পরে পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ভবনের নিচতলায় আগুনের তীব্রতা এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে পড়ে আগুনে পুড়ে মারা যান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ার বিমান মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ন্যাটো
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত
ঝিনাইদহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে দুই ছাত্রদল নেতা নিহত
বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১,৭৫৪
গংগাচড়ায় ছাড়পত্র ছাড়া গবাদি পশু জবাই নিষেধ
পটুয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাটে শীতকালীন সবজি চাষে বিপুল সম্ভাবনা 
জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নেত্রকোণায় সাধক ও লোকসংগীতের প্রাণপুরুষ, জালাল খাঁর স্মরণে জালাল মঞ্চ স্থাপন
১০