দেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে তাকামুল প্রকল্পের ৫০ হাজার প্রশিক্ষণার্থীর সফল প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:০৫

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি-এর উদ্যোগে বাস্তবায়িত তাকামুল প্রকল্প দেশে দক্ষমানব সম্পদ উন্নয়নে ৫০ হাজার প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

বুধবার তাকামুল প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয় এর মধ্যে ৪০ হাজার অংশগ্রহণকারী আন্তর্জাতিক মানের মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জন করেছেন। তাকামুল প্রকল্পের এই সাফল্য বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ রপ্তানির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বিদেশগামী কর্মীদের বিভিন্ন খাতে আধুনিক প্রশিক্ষণ প্রদান, আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন এবং সার্টিফিকেশন নিশ্চিত করা।

মূলত তাকামুল প্রকল্পের আওতায় বিদেশে কর্মসংস্থানের জন্য টেকনিক্যাল ও ভোকেশনাল দক্ষতা, ভাষা শিক্ষা, পেশাগত নিরাপত্তা ও আচরণবিধি, প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ইত্যাদি করানো হয়।

তাকামুল প্রকল্পের পরবর্তী ধাপে আরও বৃহৎ পরিসরে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী বছরে ১ লক্ষাধিক প্রশিক্ষণার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, ই-লার্নিং সেন্টার স্থাপনের মাধ্যমে যারা সরাসরি প্রশিক্ষণে অংশ নিতে পারেননি, তাদের জন্য অনলাইন প্রশিক্ষণ সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের যুবকরাও এই সুবিধা পেতে পারেন।

প্রকল্পটির সফল বাস্তবায়নের ফলে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। কর্মীদের আয়ের উন্নয়ন ও রেমিট্যান্স প্রবাহে গতি এসেছে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল 
দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
শতভাগ পাস ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে
জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার ‘চুক্তি মানতে চায়’ হামাস : যুক্তরাষ্ট্র
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আগামীকাল 
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
সাদাছড়ি একটি শক্তি, এটা স্বাধীনতার প্রতীক : সমাজকল্যাণ উপদেষ্টা
গাইবান্ধায় বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ
রোগীদের হয়রানির অভিযোগে কুড়িগ্রামে দালালচক্রের ৫ জন গ্রেফতার
১০