মিরপুরে আগুনে প্রাণহানির ঘটনায় বিজিএমইএ’র শোক

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২০:২২

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আইন প্রয়োগকারী সংস্থার তথ্য অনুযায়ী, একটি রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণ থেকে উৎপন্ন বিষাক্ত ধোঁয়া ও গ্যাস আশপাশের বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। 

এতে অনেকের প্রাণহানি ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো বিজিএমইএ সদস্যভুক্ত নয়, কোনো স্বীকৃত শিল্প সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)-এর আওতাভুক্তও নয়। সুতরাং, এসব প্রতিষ্ঠান বাংলাদেশের আনুষ্ঠানিক, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পখাতের অংশ নয়।

বিজিএমইএ বলেছে, আমরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, যাতে সব শিল্পখাতে যথাযথ সতর্কতা ও সর্বোচ্চ মানের অনুগত্য নিশ্চিত করা হয়। এটি আমাদের শিল্পখাত এবং দেশের সুনাম রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংগঠনটি আরও বলেছে, আমরা বিশেষ করে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই, যাতে কোনো বেআইনি প্রতিষ্ঠান বা গুদাম আইনগত তদারকির বাইরে পরিচালিত হতে না পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০