ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আজ এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আইন প্রয়োগকারী সংস্থার তথ্য অনুযায়ী, একটি রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণ থেকে উৎপন্ন বিষাক্ত ধোঁয়া ও গ্যাস আশপাশের বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে।
এতে অনেকের প্রাণহানি ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো বিজিএমইএ সদস্যভুক্ত নয়, কোনো স্বীকৃত শিল্প সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)-এর আওতাভুক্তও নয়। সুতরাং, এসব প্রতিষ্ঠান বাংলাদেশের আনুষ্ঠানিক, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পখাতের অংশ নয়।
বিজিএমইএ বলেছে, আমরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, যাতে সব শিল্পখাতে যথাযথ সতর্কতা ও সর্বোচ্চ মানের অনুগত্য নিশ্চিত করা হয়। এটি আমাদের শিল্পখাত এবং দেশের সুনাম রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংগঠনটি আরও বলেছে, আমরা বিশেষ করে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই, যাতে কোনো বেআইনি প্রতিষ্ঠান বা গুদাম আইনগত তদারকির বাইরে পরিচালিত হতে না পারে।