ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : পৃথক অভিযানে সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিকে আজ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতাররা হলেন, এমদাদ হোসেন ও শামীম হোসেন।
এতে বলা হয়, আজ বুধবার আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে সিটিটিসি’র একটি অভিযানিক দল রমনা থানার সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে বরিশাল কোতোয়ালি থানার সাজা পরোয়ানাভুক্ত আসামি শামীম হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতার শামীম আদালতের মাধ্যমে ১০ লাখ টাকা জরিমানা ও ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
অপরদিকে দুপুর ২ টা ১০ মিনিটের দিকে সিটিটিসির আরেকটি দল গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার কোতোয়লি থানার সাজা পরোয়ানাভুক্ত আসামি এমদাদ হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতার এমদাদ আদালতের মাধ্যমে ৭০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
গ্রেফতার উভয় আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।