আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৪:২৫ আপডেট: : ১৯ অক্টোবর ২০২৫, ১৪:২৬

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫( বাসস) : গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), ঢাকা মহানগর শেরেবাংলানগর থানার স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের  সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল খান সুমন (৪২) ও ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার ৪১ নং ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার  রাত আনুমানিক পৌনে ১ টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুস সালেককে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। এর আগে বিকেল ৫টায় রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম মোঃ জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রেফতার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় , শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকার পূর্ব রাজাবাজার এলাকা থেকে ডিবি- লালবাগ বিভাগের একটি টিম মোঃ আফজাল খাঁন সুমনকে গ্রেফতার করে। এরপর রাত  ৯টায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ত্র মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের বিরুদ্ধে চার্জশিট
স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে : জয়নুল
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা কাল শুরু
রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদি সহযোগিতা কামনা পরিবেশ উপদেষ্টার
পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : প্রধান উপদেষ্টা
ইরানের নতুন মেট্রো স্টেশনে ভার্জিন মেরির প্রতি সম্মান প্রদর্শন
অস্ট্রেলিয়ার বিলাসবহুল হোটেলের সুইমিংপুলে কুমির
ভূমিসেবায় এসিল্যান্ডদের কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য নয় : ভূমি উপদেষ্টা
জামালপুর জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
১০