রাজধানীতে ইতালি প্রবাসী প্রতারক প্রেমিক গ্রেফতার 

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৬:৫৬

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীর পরিবারের সদস্যদের বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইতালি প্রবাসী এক প্রতারককে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. রাজিব খান ওরফে ঈশান (২৮)। রোববার (১৯ অক্টোবর) দুপুরে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়। 

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম সুমাইয়া সুলতানা গ্রীস প্রবাসী ঈশানের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচিত হন। পরিচয় থেকে দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈশান সুমাইয়াকে বিবাহের প্রস্তাব দেন এবং তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেন। এরপর তিনি সুমাইয়ার ছোট ভাই ও বোনের দেবরকে নিজ খরচে গ্রীসে পাঠানোর প্রতিশ্রুতি দেন। সুমাইয়া তার কথামতো তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করেন। বিদেশে পাঠানোর নাম করে ঈশান ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৪ লাখ টাকা গ্রহণ করেন। এরপর তিনি দেশে ফিরে সুমাইয়াকে বিবাহ করবেন বলে জানান এবং গত ৬ অক্টোবর বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু দেশে ফিরে এসে তিনি সুমাইয়ার ভাইকে বিদেশে পাঠানোর জন্য আরো টাকা দাবি করেন। গত ৮ অক্টোবর ২০২৫ মোহাম্মদপুর থানাধীন শ্যামলী স্কয়ার শপিং মলে সুমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে নগদ ৫ লাখ টাকা নিয়ে সেখান থেকে চলে যান। এরপর থেকে ঈশান সুমাইয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ভিকটিম সুমাইয়া বুঝতে পারেন যে ঈশান প্রতারণামূলকভাবে তার বিশ্বাসভঙ্গ করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ১৭ অক্টোবর ২০২৫ ভিকটিম সুমাইয়ার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী
বিচারপতি টি এইচ খানের ১০৫তম জন্মবার্ষিকী আগামীকাল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিয়োগ-পদোন্নতি সংশ্লিষ্ট কাজে জড়িতদের সম্মানি বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি
স্ত্রীসহ সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সালমান শাহের অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে এজহার গ্রহণের নির্দেশ
সীমান্ত অতিক্রম করার অভিযোগে উত্তর কোরীয় এক সৈন্যকে আটক সিউলের
শাহজালাল কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় রপ্তানিকারকদের ছয় দফা দাবি
১০