ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): আগামীকাল মঙ্গলবার খ্যাতনামা আইনজ্ঞ ও সাবেক বিচারপতি টি এইচ খানের ১০৫তম জন্মবার্ষিকী।
দেশবরেণ্য ও সর্বজন শ্রদ্ধেয় এই আইনবিদ ১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০২২ সালের ১৬ জানুয়ারি ইন্তেকাল করেন।
আজ সোমবার বাসসকে দেওয়া এক বিবৃতিতে তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফজাল এইচ খান জানান, বিচারপতি টি এইচ খানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার ঢাকায় এবং গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিচারপতি টি এইচ খানের প্রকৃত নাম মো. তাফাজ্জল হোসেন খান। তিনি ১৯৪৭ সালে আইন পেশায় যোগ দেন। ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৯৭৩ সালের জুলাই মাসে তিনি পুনরায় আইন ব্যবসায় ফিরে আসেন। ১৯৭৪ সালে তিনি প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।
১৯৭৯ সালে তিনি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৮১ সালের ১৫ নভেম্বর আইন, শিক্ষা, ধর্ম, ভূমি ও রাজস্ব এবং ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৯২ সালে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির প্রথম ভাইস চেয়ারম্যান ছিলেন।
১৯৯৫ সালে বিচারপতি টি এইচ খান এশিয়া অঞ্চল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত রুয়ান্ডা ট্রাইব্যুনালের বিচারপতি নির্বাচিত হন, যা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদের সমান মর্যাদাসম্পন্ন।