ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৯:৩১

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস এবং নাগরিক টিভি।

লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং নৈপুন্যে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। স্পিন বান্ধব উইকেটে ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ৩৫ রানে ৬ উইকেট নেন তিনি। এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সেরা বোলিং ফিগারের নজির গড়েন রিশাদ।
এই তালিকায় সেরা বোলিংয়ে রেকর্ড যৌথভাবে দখলে রেখেছেন দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি (১০ ওভার) ও ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রুবেল (৫.৫ ওভার)। তবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড দখলে নিয়েছেন রিশাদ।

প্রথম ম্যাচে রিশাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্স অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো প্রক্রিয়া ধরে রাখা। এমন উইকেট সুবিধা দেবে, কিন্তু প্রক্রিয়া ধরে রাখতে হবে। রিশাদ ধারাবাহিকভাবে লাইন ও লেংথে বজায় রেখে বল করেছে।’

তিনি আরও বলেন, ‘একটি ভাল বল করেই উইকেট নেওয়া যায় না। একটি ভাল ওভার করে উইকেট নেওয়া যায়। টার্নিং উইকেটে মেডেন এবং ভাল ওভার করতে হবে। তাহলেই উইকেট আসবে।’

প্রথম ম্যাচে স্পিন বান্ধব উইকেটে খেলতে হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা বেশি। কিন্তু বাংলাদেশ খেলোয়াড়দের সর্তক থাকার পরামর্শ দিয়েছেন মুশতাক।

তিনি বলেন, ‘প্রক্রিয়া এবং বিশ্বাসের উপর খেলোয়াড়দের মনোযোগ দিতে হবে। টার্নিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজ সুবিধা করতে পারেনি। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। আমাদের শান্ত ও সতর্ক থাকতে হবে।’

পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৮ ম্যাচের মধ্যে মাত্র ২২টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

প্রথম ম্যাচের পর হঠাৎ করেই দলে স্পিন শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে দলে যুক্ত করেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে স্পিন দিয়েই ঘায়েল করার পরিকল্পনা বাংলাদেশের। পেসার তাসকিন আহমেদের জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেতে পারেন নাসুম।

একাদশে পরিবর্তন আনতে পারে ওয়েস্ট ইন্ডিজও। স্পিন বান্ধব উইকেটের কারণে একাদশে সুযোগ পেতে পারেন বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন।
বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পাইরি, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জালিয়াতি, অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে দুদকের অভিযান
জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের বিরুদ্ধে দুদকের চার্জশিট 
ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প: ৫ মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে এমওইউ স্বাক্ষর করবে বিদ্যুৎ বিভাগ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মিছিল-সমাবেশ
বাকৃবিতে বেগম খালেদা জিয়া হলের উদ্বোধন
বৈশ্বিক ডিসপ্লে বাজারে স্থবিরতা, চলতি বছর কমতে পারে আয় 
প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
১০