ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস): টঙ্গীর সাবেক সাব-রেজিস্ট্রার মো. নুরুল আমীন তালুকদার, তার স্ত্রী মোছা. নুরুন্নাহার খানম এবং কন্যা জিনাত তালুকদারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। মামলাগুলো আজ আসামিদের নিজ জেলা টাঙ্গাইলে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়েছে।
প্রথম মামলায় আসামি করা হয়েছে মো. নুরুল আমীন তালুকদারকে। অভিযোগে বলা হয়, তিনি সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৪১ লাখ ৪৩ হাজার ৫৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং তার সম্পদ বিবরণীতে ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৫৪৭ টাকার সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করেন।
দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে মোছা. নুরুন্নাহার খানম ও তার স্বামী মো. নুরুল আমীন তালুকদারকে। অভিযোগে বলা হয়, তারা একে অপরের সহযোগিতায় দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ বৈধ করার উদ্দেশ্যে ৯ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৬৯৭ টাকার সম্পদ অর্জন করেন। নুরুন্নাহার খানমের ২৩টি ব্যাংক হিসাবে প্রায় ৩০ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
তৃতীয় মামলার আসামি জিনাত তালুকদার ও তার পিতা মো. নুরুল আমীন তালুকদার। অভিযোগে বলা হয়, জিনাত তালুকদার তার সম্পদ বিবরণীতে ৯ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপন করেছেন এবং তার পিতার অর্জিত অবৈধ অর্থকে বৈধ করার উদ্দেশ্যে নিজের নামে ১ কোটি ৮৪ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়াও তার পাঁচটি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে।
দুদক জানায়, আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।