দূষণের প্রতিবাদে তিউনিসিয়ায় শ্রমিক ধর্মঘট

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২০:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় গাবেস শহরের শ্রমিকরা আজ মঙ্গলবার সাধারণ ধর্মঘট পালন করেছে। শহরটির একটি রাসায়নিক কারখানার কারণে লোকজনের গুরুতর স্বাস্থ্য সমস্যার জন্য রাসায়নিক দূষণকে দায়ী করে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভের পর আজ তারা সাধারণ ধর্মঘট শুরু করে।

তিউনিসিয়ার গাবেস শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সম্প্রতি প্রায় ৪ লাখ বাসিন্দার শহরটিতে হাজার-হাজার মানুষ রাষ্ট্র পরিচালিত ফসফেট প্রক্রিয়াকরণ প্ল্যান্ট বন্ধের দাবিতে সমাবেশ করেছে। তাদের অভিযোগ, কারখানাটির কারণে লোকদের অসুস্থ হওয়ার মাত্রা বেড়ে গেছে।

১৯৭২ সালে চালু প্ল্যান্টটিতে ফসফেট প্রক্রিয়াজাত করে সার তৈরি করা হয় এবং কিছু গ্যাস ও এর বর্জ্য খোলা বাতাসে নির্গত হয়। গবেষকরা বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ও ক্যান্সারের কারণ হতে পারে রাসায়নিক কারখানাটি।

সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া তিউনিসিয়ার প্রধান শ্রমিক ইউনিয়ন ইউজিটিটির স্থানীয় প্রতিনিধি সাওসেন নুইসার বলেন, গেবেসে সবকিছু স্থবির হয়ে আছে। আমাদের প্রান্তিক শহরে বিপর্যয়কর পরিবেশগত পরিস্থিতির জন্য আমরা সবাই ক্ষুব্ধ।

সরকারি কর্তৃপক্ষ এবং এনজিওগুলোর মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে শ্বাসকষ্ট ও বিষক্রিয়ায় ২০০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এ ঘটনায় সৃষ্ট বিক্ষোভ প্রশমণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এসময় শহরটির বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে সংঘর্ষও হয়েছে। এই সপ্তাহে বিক্ষোভ থেকে কয়েক ডজন মানুষকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০