
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামীকাল শনিবার দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
নির্বাচনের তফসিলের আগে গণভোট আয়োজন করা, জুলাই সনদের আইনিভিত্তির জন্য সাংবিধানিক আদেশ দেয়া, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণের দাবীতে চলমান যুগপৎ আন্দোলনের ৪র্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ হবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পরে সংস্কার, বিচার ও নির্বাচনের কাজে সরকারকে সবধরনের সহায়তা করা সত্বেও কোনো ধরণের আইনিভিত্তি ছাড়াই জুলাই সনদ তৈরি হয়েছে। সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর দাবি-দাওয়া ক্রমাগত উপেক্ষা করা, গণগত্যাকারী ও তাদের দোসরদের ক্রমান্বয়ে উদ্ধত আচরন নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীসহ বহুসংখ্যক রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের সূচনা করে। সেই যুগপৎ আন্দোলনের ৪র্থ ধাপে এই কর্মসূচি পালন করা হবে।