দেশের মানুষ জানে কীভাবে স্বৈরাচার বিদায় করতে হয়: ডা. এজেডএম জাহিদ

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৮
ছবি: বাসস

দিনাজপুর, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ দেশ থেকে স্বৈরাচারকে বিতারিত করেছে। আবারো যদি কেউ স্বৈরাচারী কায়দায় দেশ চালানোর চেষ্টা করে তাহলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে। এ দেশের জনগণ জানে কীভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয়।

আজ দিনাজপুর শহরে ইনস্টিটিউট মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তাদের ষড়যন্ত্র এদেশের জনগণ কখনো সফল হতে দিবে না।

তিনি বলেন, ষড়যন্ত্র করে দেশের সাড়ে ১৭ কোটি মানুষকে দাবিয়ে রাখা যাবে না। কারণ দেশের জনগণ জেনে গেছে কিভাবে সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র উদ্ধার করতে হয়।

দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজার পরিচালনায় সমাবেশে আরো বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু প্রমুখ।

এর আগে আজ দিনাজপুর শহরে ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে শহরের সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ করা হয়।

র‌্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলাদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে দুদকের অভিযান
গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিল ইসরাইল
দুদকের তদন্তে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের বিপুল সম্পদের তথ্য উদঘাটন
আমদানি পণ্যের সুরক্ষায় যৌথ পদক্ষেপ বিজিএমইএ-বিকেএমইএ’র
পুলিশের গুলিতে আমার মা মারা যায়, ছেলে প্যারালাইজড: ট্রাইবুনালে আবেগাপ্লুত সাক্ষী মোস্তাফিজ
জিশানের হাফ-সেঞ্চুরিতে লিড নিল ঢাকা
এনসিএলের ম্যাচ চলাকালীন মারা গেছেন বরিশালের ফিজিও হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
অ্যাডভোকেট মোসাদ্দেক বশিরের দাফন সম্পন্ন 
১০