নতুন বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারেক রহমান : এ্যানি

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৬:১৯
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বুধবার সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম অষ্ট প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) :  বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (বুধবার) দুপুরে সদর উপজেলার বাংগাখাঁ  ইউনিয়নের শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম অষ্ট প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখবো তারেক রহমানের নেতৃত্বে।’

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজয়ের লক্ষ্যে এখন থেকেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। জিয়াউর রহমান হলেন গ্রামের নেতা হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন- তাই তিনি দেশের গণমানুষের নেতা হয়েছেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর যেভাবে নির্মম নির্যাতন হয়েছে, মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে, তবুও তিনি কিšুত্ম আপনাদের ছেড়ে দেশ থেকে পালিয়ে যাননি। খালেদা জিয়ার মনোবল ও সাহস নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। অথচ দেখেন, খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, বিএনপি'র রাজনীতিতে কোনো ফ্যাসিবাদ নেই, কর্তৃত্ববাদ, দখলদারিত্ব ও প্রতিহিংসা নেই। বিএনপি সবসময়ই সম্প্রদায়িক ও সম্প্রতি বজায় রেখে কাজ করছে, আগামীতেও করবে। বিএনপির পদ বা নাম ভাঙ্গিয়ে কেউ কোনো অন্যায় অপরাধ করলে তার স্থান বিএনপিতে হবে না।

সীমাহীন অন্যায়-অত্যাচার, নির্যাতন, গুম-খুন করার কারণে দেশের মানুষ ফাসিষ্টদের দেশ ছাড়তে বাধ্য করেছে মন্তব্য করে তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার-নির্যাতন থেকে বাদ যায়নি কেউ। 
দেশের সকল মানুষের শত্রুতে পরিণত হওয়ায় দেশ ছাড়তে বাধ্য হয়েছে ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসররা।

রাধাগোবিন্দ সেবাশ্রমের সভাপতি নান্টু কর্মকারের সভাপতিত্বে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
রাজশাহীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার মহানগর বিএনপির
ওসি ও ডিআইজি পরিচয়ে ১৫ লাখ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার
মির্জা ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণমিছিল 
ঢাবি ভাস্কর্য বিভাগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
১০