
লক্ষ্মীপুর, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে হলে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত জরুরি। ঐক্যের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।
তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। জাতীয় ঐক্যমতের সরকার গঠনের যে সম্ভাবনা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে জনগণের অধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথকে সুদৃঢ় করতে হবে।’
শুক্রবার দুপুরে শহরের নিজ বাসভবনে জেলা শ্রমিকদলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের জনগণ এখন পরিবর্তন চায়। নতুন প্রজন্ম গণতন্ত্র ও সুশাসনের বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কেউ বিভেদ সৃষ্টি করে জনগণের আশা-আকাঙ্ক্ষার পথে বাধা সৃষ্টি করতে না পারে।’
এ্যানি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে একটি নতুন, আধুনিক ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা।’
সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিকদলের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম শাহীন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, আহমদ ফেরদৌস মানিক, সাবেক জেলা শ্রমিকদল সভাপতি আবুল হাশেম, জেলা যুবদল সভাপতি আবদুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।