যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে জাতীয় যুবশক্তির নিন্দা ও উদ্বেগ 

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৬
সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর পল্লবী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি।

আজ (মঙ্গলবার) এক যৌথ বিবৃতিতে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, প্রকাশ্য দিবালোকে মুখোশধারী দুর্বৃত্তরা একজন রাজনৈতিক নেতাকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে। এটি শুধু ব্যক্তিগত টার্গেট নয়; রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। 

জাতীয় যুবশক্তির নেতারা আরও বলেন, ভিডিও ফুটেজে হামলাকারীদের ঠাণ্ডা মাথার পরিকল্পিত আচরণ প্রমাণ করে এটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার রহস্য উদঘাটনের দাবী জানান তারা। 

রাজনৈতিক হত্যাকাণ্ডের কোন স্থান বাংলাদেশে নেই, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্রকে তা প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন এই দুই নেতা।

খুনের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার, নিহতের পরিবারের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারসহ রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।

তারা বলেন, সন্ত্রাসী হামলা ও ভয়ের রাজনীতি গণতন্ত্রকে দুর্বল করে। তাই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হওয়া পর্যন্ত জাতীয় যুবশক্তি সোচ্চার থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ার ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যার দাবি জিহাদিদের
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের ১৭৬ কোটি টাকা মূল্যের জমি জব্দ
শীতে লেপ-তোশকের চাহিদা বেড়েছে, ব্যস্ত কারিগররা
তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
হাসিনার রায় নিয়ে দেওয়া বিবৃতিতে সম্মতি ছাড়াই শিক্ষকদের নাম: বাংলাফ্যাক্ট
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সক্রিয় করতে সভা
শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
১০