
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স আজ বুধবার ফ্যাসিবাদ বিরোধী এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি করেছে।
শহীদ আলিফ হত্যাকাণ্ডের প্রথম শাহাদাত বার্ষিকীতে এক বার্তায় এই দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, শহীদ আলিফকে ফ্যাসিবাদী শক্তির দোসর, সুবিধাভোগী ও দেশ বিরোধী শক্তি নৃশংসভাবে খুন করে ভয়ের রাজত্ব তৈরি করতে চেয়েছিল। কিন্তু সেটা তাদের জন্য বুমেরাং হয়েছে। শহীদ আলিফ আমাদের জনগণের দেশপ্রেমকে আরো বাড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬ নভেম্বর আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা ছিলেন।
আলিফ আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) থেকে এলএলবি ও এলএলএম পাশ করে আইন পেশায় নিযুক্ত হন।
তিনি ২০১৮ সালে চট্টগ্রাম আদালতে আইন পেশা শুরু করেন। পরবর্তীতে ২০২৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।