রাঙ্গামাটিতে কাভার্ড ভ্যান-সিএনজির সংঘর্ষে চালক নিহত

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:৫৩

রাঙ্গামাটি, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে বেতবুনিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিএনজি চালক হাসান মিয়া (২২) বরিশালের লালমোহনের মো জাহাঙ্গীর হোসেনের ছেলে। রাঙ্গামাটি থেকে কাঁচামাল নিয়ে তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন। আহত সিএনজিযাত্রীর নাম গিয়াস উদ্দিন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ার কৃষ্ণপুরে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষধ বহনকারী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম)- ১৪- ১৩৭০  দ্রত গতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। সিএনজিতে থাকা চালক হাসান ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় দুইজনকে উদ্ধার করে রাউজান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষনা করেন। আহত গেয়াস উদ্দিন বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনা কবলিত কাভার ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

তবে কাভার্ড ভ্যানের চালক চট্টগ্রামের বোয়ালখালীর শিব বড়ুয়া পালিয়ে গেছে।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এস আই মো. ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭
রাজশাহীর নতুন পুলিশ সুপার নাঈমুল হাছান
সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দ
প্লট বরাদ্দে জালিয়াতি : শেখ হাসিনাসহ ৪৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রত্যাশা রাষ্ট্রপক্ষের
অ্যাডভোকেট আলিফ হত্যার দ্রুত বিচারের দাবি লইয়ার্স অ্যালায়েন্সের
১৩ পুলিশ সুপারকে বদলি
রাঙ্গামাটিতে কাভার্ড ভ্যান-সিএনজির সংঘর্ষে চালক নিহত
রোয়াইলবাড়ি দুর্গ পূর্ণাঙ্গ খননে উন্মোচিত হতে পারে বাংলার অজানা ইতিহাস 
ঢাবির বিকল্প আবাসন হিসেবে উত্তরা এলাকায় সম্ভাব্যতা যাচাই
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ বিজিএমইএ’র
১০