
রাজশাহী, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার।
রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ নাঈমুল হাছানকে। আর রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামকে মাদারীপুরের পুলিশ সুপার করা হয়েছে। পদায়নকৃত এসপিরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে। এর আগে গত সোমবার লটারি করে পদায়নের জন্য এসপি নির্বাচন করা হয়।