'ধানের শীষ' জনতার প্রতীক : মঞ্জু

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৬:০৭
ছবি : বাসস

খুলনা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) :বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে এগিয়ে চলেছে- উল্লেখ করে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং প্রাক্তন সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সারা দেশের বিএনপি নেতা-কর্মীরা এখন ঐক্যবদ্ধ। "আমরা 'ধানের শীষ'-এর বিজয় অর্জন করতে চাই। এটি কেবল একটি নির্বাচনী প্রতীক নয় - এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিনিধিত্ব করে। ধানের শীষ সাধারণ মানুষের প্রতীক। 

গতকাল মঙ্গলবার নগরীতে দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।

সকালে মঞ্জু শেরেবাংলা রোডে অবস্থিত কিডস ক্যাম্পাস কিন্ডারগার্টেন স্কুল পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রধান অতিথি হিসেবে একটি ক্লাস পার্টিতে কেক কাটেন।

আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর শমসের আলী মিন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে তিনি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঢাকা ম্যাচ ফ্যাক্টরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের সঙ্গে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।

মঞ্জু খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মাস্টার প্ল্যান বাস্তবায়ন সম্পর্কিত একটি মতবিনিময় সভায়ও অংশগ্রহণ করেন। সন্ধ্যায় তিনি কেডিএ অ্যাভিনিউতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, সিটি ইমেজিং সেন্টার এবং মিউচুয়াল ব্যাংকের কর্মীদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

খায়রুল ইসলাম লালের সভাপতিত্বে তিনি অগ্রণী ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং অগ্রণী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এখন নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচনে ধানের শীষের ভোট নিশ্চিত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় বিএনপি নেতা জাফরুল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, মজিবুর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ত্রিদেশীয় সিরিজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
শহীদ  ডা. মিলনের আত্মত্যাগ সবসময় আমাদেরকে প্রেরণা জোগাবে : তারেক রহমান
'ধানের শীষ' জনতার প্রতীক : মঞ্জু
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭
রাজশাহীর নতুন পুলিশ সুপার নাঈমুল হাছান
সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দ
প্লট বরাদ্দে জালিয়াতি : শেখ হাসিনাসহ ৪৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রত্যাশা রাষ্ট্রপক্ষের
অ্যাডভোকেট আলিফ হত্যার দ্রুত বিচারের দাবি লইয়ার্স অ্যালায়েন্সের
১৩ পুলিশ সুপারকে বদলি
রাঙ্গামাটিতে কাভার্ড ভ্যান-সিএনজির সংঘর্ষে চালক নিহত
১০