স্ত্রী-ছেলেসহ নাফিজ সারাফতের ফ্ল্যাট-প্লট পরিচালনায় রিসিভার নিয়োগের নির্দেশ

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:০১
চৌধুরী নাফিজ সারাফত ও স্ত্রী আঞ্জুমান আরা শহিদ। কোলাজ : বাসস

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‎‎পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও ছেলে চৌধুরী রাহিব স্বাফয়ান সারাফতের নামে থাকা ফ্ল্যাট, প্লট ও জমি পরিচালনার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। এইসব সম্পত্তি ইতিপূর্বে আদালত ক্রোকের নির্দেশ দেয়।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পত্তিগুলোর মধ্যে  চৌধুরী নাফিজ সারাফতের নামে থাকা গুলশানে ২০ তলা বাড়ি, রাজধানী ঢাকায় নয়টি ফ্ল্যাট, রাজউক পূর্বাচল ও ঢাকার নিকুঞ্জে একটি করে প্লট, ঢাকা ও গাজিপুরে ২৩ কাঠা জমি। আঞ্জুমান আরা শহিদের ঢাকায় পাঁচটি ফ্ল্যাট, বসুন্ধরা আবাসিক এলাকায় চার তলা বাড়িসহ সাড়ে সাত কাঠা জমি, নিকুঞ্জে একটি প্লট ও ঢাকা এবং গাজিপুরে তিনি কাঠা জমি। চৌধরী রাহিব স্বাফয়ান সারাফতের নামে থাকা ঢাকায় সাতটি ফ্ল্যাট।

আবেদনে বলা হয়েছে, চৌধুরী নাফিজ সারাফত ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা ও নিজেদের মাধ্যমে একে অপরের যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। চৌধুরী নাফিজ সারাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও ছেলে চৌধরী রাহিব স্বাফয়ান সারাফতের নামে দেশের বিভিন্ন স্থানে থাকা স্থাবর সম্পত্তিসমূহ আদালতের আদেশে ক্রোক করা হয়েছে। ক্রোককৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণ/তত্ত্বাবধায়ন করার জন্য রিসিভার/তত্ত্বাবধায়ক নিয়োগ করা আবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-কাঠমান্ডু দ্বিপাক্ষিক বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা অনুষ্ঠিত 
সিরামিক শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান 
আলোকচিত্রী আমির হামজাকে অভিনন্দন জানালেন ফারুকী
ঢাবি’র বিভিন্ন হল ও ভবনের পরিদর্শন অব্যাহত বুয়েটের বিশেষজ্ঞ কারিগরি কমিটির  
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল যৌথ আয়োজনে এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু
ঢাবির ১৫ গবেষণা কেন্দ্রে পরিচালক নিয়োগে প্রতিবেদন উপস্থাপন
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ 
খুলনা বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ১ জনের স্থগিত
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে বিশেষ দোয়া
১০