সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২১:৪৮ আপডেট: : ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:৫২

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে টিকে থাকতে জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগ্রেসরা। অপরদিকে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। 

সেন্ট কিটসে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৪৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। চার নম্বরে ব্যাট হাতে নেমে ১০৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে অষ্টম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন নিগার। 

ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৩ রান করেন নিগার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের কোন ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান। নিগারের পাশাপাশি শারমিন আকতার ৩৭ ও সোবহানা মোস্তারি ২২ রান করেন। 

১৪৫ রানের টার্গেট ১৯ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হেইলি ম্যাথুজ ৫৪ বলে ৬০ এবং ডিয়ান্ড্রা ডটিন ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। মাত্র ২১ বলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন ডটিন।

এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলছে বায়ংলাদেশ। এর আগে চারবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছিলো দু’দলের। সবগুলোতেই হেরেছিলো বাংলাদেশ।

সিরিজ টিকে থাকার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া বাংলাদেশ। এজন্য ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্বলে উঠতে হবে টাইগ্রেসদের। 

টি-টোয়েন্টির আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। সিরিজে দু’টি জয় পেলেই এ বছর ভারতের মাটিতে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেত টাইগ্রেসরা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক ইউনূসের সাথে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রধান হুমা খানের বিদায়ী সাক্ষাৎ
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
সুপ্রশিক্ষিত আইনজীবী কার্যকর বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ : প্রধান বিচারপতি
দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : জোনায়েদ সাকি
শেওড়াপাড়া মেট্রো স্টেশনে ৮ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় 
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম
খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল
বিএনপি ক্ষমতায় গেলে সংবাদমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেবে হবে: মির্জা ফখরুল 
সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি : সমাজকল্যাণ উপদেষ্টা
১০