ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫

ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৫ (বাসস) : ব্যাটিং-বোলিং ব্যর্থতায় এক ম্যাচ বাকী থাকতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। রান বিবেচনায় টি-টোয়েন্টি ফরম্যাটে এটি সবচেয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের ক্ষেত্রে এটি দ্বিতীয় বড় হার।

সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবীয়রা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হেরেছিলো বাংলাদেশ।

সেন্ট কিটসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার কিয়ানা জোসেফের হাফ-সেঞ্চুরি ও ডিয়ান্ড্রা ডোটিনের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম কোন দল ২শ রানের কোটা স্পর্শ করলো। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ১৮৯ রান করেছিলো অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ৩৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন। আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন এবার ২০ বলে ৪৯ রান করেছেন। তার ইনিংসে ৫টি ছক্কা ছিলো।

ফাহিমা খাতুন ৩টি, রাবেয়া খান ২টি ও স্বর্ণা আকতার ১টি উইকেট নেন।

২০২ রানের টার্গেটে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপের মুখে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৯৫ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। শারমিন ২২, স্বর্ণা ১৬ ও লতা মন্ডল ১৩ রান করেন।

ম্যাচ সেরা হয়েছেন জোসেফ।

আগামী ১ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক ইউনূসের সাথে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রধান হুমা খানের বিদায়ী সাক্ষাৎ
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
সুপ্রশিক্ষিত আইনজীবী কার্যকর বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ : প্রধান বিচারপতি
দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : জোনায়েদ সাকি
শেওড়াপাড়া মেট্রো স্টেশনে ৮ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় 
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম
খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল
বিএনপি ক্ষমতায় গেলে সংবাদমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেবে হবে: মির্জা ফখরুল 
সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি : সমাজকল্যাণ উপদেষ্টা
১০