চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না মার্শের

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পিঠের ইনজুরির কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ। আজ এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

গেল মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়েন মার্শ। এজন্য সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি তিনি। পরবর্তীতে সুস্থ হয়ে বিগ ব্যাশ দিয়ে মাঠে ফিরলেও, পিঠের নিচের অংশে ব্যথা বেড়ে যায় মার্শের।

মার্শের ইনজুরি নিয়ে বিবৃতিতে সিএ জানিয়েছে, ‘ইনজুরির কারণে মার্শকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ দিয়েছে জাতীয় নির্বাচক প্যানেল ও অস্ট্রেলিয়ার পুরুষ চিকিৎসা বিভাগ।

পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা অবস্থায় উন্নতি হয়নি মার্শের। সম্প্রতি তার পিঠের নিচের অংশে ব্যথা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক প্যানেল। শীঘ্রই মার্শের বদলি ঘোষণা করা হবে।’

শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, এই মৌসুমের পুরো সময়েই মার্শের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামী আইপিএলে মার্শের খেলা অনিশ্চিয়তার মুখে পড়েছে। গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলাম থেকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে মার্শকে দলে নিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

২২ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা এবং ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে অসিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০