ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড দলে ডাফি

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:১৩

ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৫ (বাসস) : পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার জ্যাকব ডাফিকে। আরেক পেসার লুকি ফার্গুসনের ব্যাক আপ হিসেবে দলে নেওয়া হয়েছে ডাফিকে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন ফার্গুসন।

২০২২ সালে ওয়ানডে অভিষেকের পর ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সী ডাফি। তার বোলিং গড় ২৫.৯৪ এবং ইকোনমি ৬.২৫।

চলতি মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই ওয়ানডেতে ৪টি এবং তিন টি-টোয়েন্টিতে ৮ উইকেট নিয়েছেন ডাফি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগের ত্রিদেশীয় সিরিজে খেলতে আগামী ৩ ফেব্রুয়ারি পাকিস্তান রওনা হবে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বে ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবং ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে কিউইরা। ১৪ ফেব্রুয়ারি করাচিতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতিমূলক খেলা খেলবে নিউজিল্যান্ড। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোথনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে কিউইরা। এই দু’টি ম্যাচও করাচিতে অনুষ্ঠিত হবে।

এরপর গ্রুপ পর্বে ২৪শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে এবং ২ মার্চ ভারতের বিপক্ষে খেলযে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে খেলবে ব্ল্যাক ক্যাপসরা। পাকিস্তানে যাবার জন্য সরকারি অনুমতি না পাওয়ায় নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে খেলবে ভারত।

ত্রিদেশীয় সিরিজের জন্য নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং, জ্যাকব ডাফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক ইউনূসের সাথে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রধান হুমা খানের বিদায়ী সাক্ষাৎ
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
সুপ্রশিক্ষিত আইনজীবী কার্যকর বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ : প্রধান বিচারপতি
দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : জোনায়েদ সাকি
শেওড়াপাড়া মেট্রো স্টেশনে ৮ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় 
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম
খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল
বিএনপি ক্ষমতায় গেলে সংবাদমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেবে হবে: মির্জা ফখরুল 
সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি : সমাজকল্যাণ উপদেষ্টা
১০