আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শাপুর জাদরান

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:১৮
শাপুর জাদরান : ছবি-সংগৃহীত

ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দেশের হয়ে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাপুর। ওয়ানডেতে ৪৩ এবং টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট ঝুলিতে রয়েছে তার।

২০২০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা শাপুর ৩৭ বছর বয়সে জাতীয় দলকে বিদায় জানালেন ।

অবসরের বিষয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাপুর লিখেছেন, ‘আফগান ক্রিকেটের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে আমার পথচলা শুরু হয়েছিল। অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, সীমিত রসদ নিয়ে লড়েছি, অনেক বাধা পেরিয়েছি, কিন্তু কখনোই বিশ্বাস হারাইনি। ক্রিকেট সমর্থকদের সমর্থন, সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার পরিবার পাশে থেকে সবসময় আমাকে সমর্থন জুগিয়েছেন। সবার প্রতি  আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবার, বন্ধু, সমর্থক ও আফগানিস্তানের মানুষের ভালোবাসা, দোয়া ও অটুট সমর্থন  সবসময় আমার   বড় শক্তি। এটার জন্য আজীবন কৃতজ্ঞ থাকবো।’

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ দারুণ সময় কাটিয়েছেন শাপুর। ঐ আসরে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। এর মধ্যে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, তিলাকারাত্নে দিলশান, মাহমুদুল্লাহদের মত তারকা ক্রিকেটারদের শিকার করেছিলেন শাপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক ইউনূসের সাথে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রধান হুমা খানের বিদায়ী সাক্ষাৎ
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
সুপ্রশিক্ষিত আইনজীবী কার্যকর বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ : প্রধান বিচারপতি
দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : জোনায়েদ সাকি
শেওড়াপাড়া মেট্রো স্টেশনে ৮ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় 
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম
খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল
বিএনপি ক্ষমতায় গেলে সংবাদমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেবে হবে: মির্জা ফখরুল 
সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি : সমাজকল্যাণ উপদেষ্টা
১০