সান্তোসে আত্মবিশ্বাস ফেরাতে চান নেইমার

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১২
নেইমার -ছবি : সংগৃহীত

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসে আবারো পুরোনো আত্মবিশ্বাস ফিরে পেতে চান নেইমার। এই ফিরে আসাকে নিজের জন্য ‘উদ্ধার’ হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। 

৩২ বছর বয়সী নেইমার শুক্রবার রাতে ভিলা বেলমিরো স্টেডিয়ামে ২০ হাজার ভক্তের সামনে যখন উপস্থিত হন তখন পুরো পরিবেশ ছিল উৎসব মুখর। এর মাধ্যমে সৌদি পেশাদার ক্লাব আল হিলালের সাথে ১৮ মাসের সম্পর্কের অবসান হয়েছে। ইনজুরির কারণে আল হিলালে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার, গোল করেছেন মাত্র একটি। 

২০২৩ সালের গ্রীষ্মে আল হিলালে যোগ দেবার কয়েক মাসের মধ্যে ঐ বছরই অক্টোবরে ব্রাজিলের হয়ে জাতীয় দলে খেলতে গিয়ে লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েন নেইমার। এই ইনজুরির কারনে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। এরপর ফিরে এসে মাত্র দুই ম্যাচ খেলার পরেই ২০২৪ সালের নভেম্বরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট টুর্ণামেন্টে এস্তেগলালের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে আবারো ছিটকে যান। এটাই ছিল আল হিলালের হয়ে নেইমারের শেষ ম্যাচ। 

অথচ সৌদি আরবের সময়টা পরিবারসহ বেশ আনন্দেই ছিলেন নেইমার। যা তিনি প্রায়ই স্বীকার করতেন। এখন সান্তোসে ফিরে এসে সেই আনন্দকে আবারো নতুন করে উপভোগ করতে চান। এক সংবাদ সম্মেলনে নেইমার সে কথাই বলেছেন, ‘এটা আমার জন্য অনেকটাই আনন্দ আর ফুটবলকে উদ্ধারের মত। দীর্ঘদিন হয়ে গেল আমি মাঠে নামতে পারিনি। এই পৃথিবীতে আমি সবথেকে যা ভালবেসেছি, সেটা হলো ফুটবল খেলা। 

এজন্যই আজকের দিনটা আমাকে অনেক বেশী উদ্ধার করেছে। আমি পুরো বিষয়টা অনেকটাই ব্যক্তিগত পরিস্থিতি থেকে দেখছি। আমি খুশী যে সবাই বলছে আমি ব্রাজিলিয়ান ফুটবলকে উদ্ধার করতে এসেছি। তাদের এই ভালবাসায় আমি সত্যিই দারুন খুশী। শুধুমাত্র সান্তোসের ভক্তরা নয়, অন্য দলের সমর্থকরাও আমাকে উৎসাহিত করছে। এখানে ফিরতে পেরে আমি দারুন খুশী। আমি খেলার আত্মবিশ্বাস ফিরে পেতে চাই, মাঠে খেলতে চাই। এজন্যই আমি এখানে এসেছি।’

বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড সান্তোসে পেলের আইকনিক ১০ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন। 
এ সময় তিনি পুনরায় ব্রাজিল জাতীয় দলে ফেরার লক্ষ্যের কথাও জানিয়েছেন। 

২০২২ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জাতীয় দলের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে ক্যারিয়ারের ১২৮তম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন। এই ম্যাচেই তিনি এসিএল ইনজুরিতে পড়েন। 

নেইমার বলেন, ‘অবশ্যই ব্রাজিল জাতীয় দলে আবারো ফিরতে চাই। এটা সবসময়ই বিশেষ একটি জায়গা। আগামী বছর বিশ্বকাপই আমার সামনে শেষ সুযোগ। সে কারণে এই সুযোগটা হাতছাড়া করতে চাইনা।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০