খুলনায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা শুরু, ক্ষুদে সাঁতারুদের মধ্যে ব্যাপক সাড়া

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৭:০২ আপডেট: : ১৬ জুন ২০২৫, ১৭:৩৪

খুলনা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যে খুলনায় শিশুদের নিয়ে শুরু হয়েছে 'সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫' প্রতিযোগিতা। 

নৌবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে আজ সোমবার সকাল থেকে দিনব্যাপি নগরীর সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের রেজাউল সুইমিং একাডেমিতে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। বয়স ভিত্তিক এ প্রতিযোগিতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা থেকে শিশু-কিশোররা অংশ নিয়েছে। 

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে সুইমিং ভেনুতে উপস্থিত হয়েছেন। প্রতিযোগিতা শুরুর আগে নৌবাহিনী সদস্যরা প্রতিযোগিদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করছেন। 

অভিভাবকরাও সন্তানদের প্রতিযোগিতায় সেরা হওয়ার প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ক্ষুদে সাঁতারুরাও তাদের সেরাটা প্রদর্শনের জন্য নিজেদের প্রস্তুত করে তুলেছেন। সব মিলিয়ে খুলনার এ আয়োজন ক্ষুদে সাঁতারুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

খুলনা ভেন্যু প্রতিনিধি ও সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য জিএম রেজাউল ইসলাম বাসসকে বলেন, তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে তাদের দীর্ঘ সময়ের ট্রেনিংয়ের মাধ্যমে সেরা সাঁতারু খুঁজে বের করার যে পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সাঁতার ফেডারেশন সেই কার্যক্রমের অংশ হিসেবে খুলনায় অনুষ্ঠিত হচ্ছে 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫' প্রতিযোগিতা।  এখানে অংশ নিয়েছে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার শিশু কিশোরেরা।

তিনি আরও বলেন, বয়সভিত্তিক ‘ক’ গ্রুপে ৯-১১ বছর বয়সী এবং ‘খ’ গ্রুপে ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা অংশ নিয়েছে। বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগিতায় ফেডারেশন এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। 

তিন ধাপে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চূড়ান্ত পর্যায়ের বাছাইকৃত সাঁতারুদের দুই বছরের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। আশা করি এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে খুলনাসহ সারাদেশে সাঁতারে যে সংকট চলছে তা থেকে আমরা বের হয়ে আসতে পারবো।

এর আগে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে রোববার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন খুলনা ভেন্যু প্রতিনিধি ও সুইমিং একাডেমীর পরিচালক রেজাউল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশের খুলনা ভেন্যুর বাছাই কমিটি ও সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, মোঃ সোলাইমান, এম এইচ ঢালী, নাজিমুদ্দিন জুলিয়াস, জ্যোতিন্দ্রনাথ বিশ্বাস, মোঃ আলাউদ্দিন, শাহাজাহান রনি, মাহফুজুর রহমান শিলা, জুয়েল আহম্মেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০