খুলনায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা শুরু, ক্ষুদে সাঁতারুদের মধ্যে ব্যাপক সাড়া

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৭:০২ আপডেট: : ১৬ জুন ২০২৫, ১৭:৩৪

খুলনা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যে খুলনায় শিশুদের নিয়ে শুরু হয়েছে 'সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫' প্রতিযোগিতা। 

নৌবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে আজ সোমবার সকাল থেকে দিনব্যাপি নগরীর সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের রেজাউল সুইমিং একাডেমিতে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। বয়স ভিত্তিক এ প্রতিযোগিতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা থেকে শিশু-কিশোররা অংশ নিয়েছে। 

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে সুইমিং ভেনুতে উপস্থিত হয়েছেন। প্রতিযোগিতা শুরুর আগে নৌবাহিনী সদস্যরা প্রতিযোগিদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করছেন। 

অভিভাবকরাও সন্তানদের প্রতিযোগিতায় সেরা হওয়ার প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ক্ষুদে সাঁতারুরাও তাদের সেরাটা প্রদর্শনের জন্য নিজেদের প্রস্তুত করে তুলেছেন। সব মিলিয়ে খুলনার এ আয়োজন ক্ষুদে সাঁতারুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

খুলনা ভেন্যু প্রতিনিধি ও সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য জিএম রেজাউল ইসলাম বাসসকে বলেন, তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে তাদের দীর্ঘ সময়ের ট্রেনিংয়ের মাধ্যমে সেরা সাঁতারু খুঁজে বের করার যে পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সাঁতার ফেডারেশন সেই কার্যক্রমের অংশ হিসেবে খুলনায় অনুষ্ঠিত হচ্ছে 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫' প্রতিযোগিতা।  এখানে অংশ নিয়েছে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার শিশু কিশোরেরা।

তিনি আরও বলেন, বয়সভিত্তিক ‘ক’ গ্রুপে ৯-১১ বছর বয়সী এবং ‘খ’ গ্রুপে ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা অংশ নিয়েছে। বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগিতায় ফেডারেশন এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। 

তিন ধাপে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চূড়ান্ত পর্যায়ের বাছাইকৃত সাঁতারুদের দুই বছরের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। আশা করি এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে খুলনাসহ সারাদেশে সাঁতারে যে সংকট চলছে তা থেকে আমরা বের হয়ে আসতে পারবো।

এর আগে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে রোববার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন খুলনা ভেন্যু প্রতিনিধি ও সুইমিং একাডেমীর পরিচালক রেজাউল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশের খুলনা ভেন্যুর বাছাই কমিটি ও সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, মোঃ সোলাইমান, এম এইচ ঢালী, নাজিমুদ্দিন জুলিয়াস, জ্যোতিন্দ্রনাথ বিশ্বাস, মোঃ আলাউদ্দিন, শাহাজাহান রনি, মাহফুজুর রহমান শিলা, জুয়েল আহম্মেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০