এনামুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার খবর জানে না বিসিবি

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০২

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : স্পট ফিক্সিংয়ের নানা অভিযোগে এনামুল হক বিজয়ের নাম আসায়, দেশত্যাগের অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। 

এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই এনামুলের। এমন কোন নির্দেশনা বোর্ড পায়নি এবং দেয়নি। তারা আরও জানায় বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিট (এসিইউ) তদন্তে সহায়তার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করবে।  

বিসিবি বলেছে, ‘স্পষ্টভাবে বিসিবি জানাতে চায়, এনামুলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে অবগত নয় বিসিবি এবং এই মুহূর্তে তার বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি পায়নি।’

বিসিবি আরও জানিয়েছে, ‘বিপিএল নিয়ে সম্ভাব্য দুর্নীতি-বিরোধী উদ্বেগ সংক্রান্ত মিডিয়া কভারেজ লক্ষ্য করেছে বিসিবি। বোর্ড খেলার সততা ও স্পিরিট বজায় রাখার প্রতি প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছে। বিসিবি আইসিসি অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপ্যান্টস কঠোরভাবে মেনে চলে এবং যেকোন ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।’

চলমান ঘটনা নিয়ে তদন্তের জন্য দ্রুতই স্বাধীন তদন্ত সংস্থা গঠনের আশ্বাসও দিয়েছে বিসিবি। তারা বলেছে, ‘বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিট (এসিইউ) বাংলাদেশ ক্রিকেটের মধ্যে সততা সংক্রান্ত সব বিষয়ে পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তার সাথে তা মোকাবিলাও করছে। তাদের চলমান অংশ হিসেবে বিসিবি এসিইউ-এর তদন্তে আরও সহায়তা প্রদানের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়ায় রয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০