ভারতের লক্ষ্য সিরিজ নিশ্চিত : সমতা ইংল্যান্ডের

বাসস
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮

ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ব্যাটার-বোলারদের নৈপুন্যে প্রথম ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে আগামীকাল দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে টিম ইন্ডিয়া। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ সিরিজে সাফল্যের জন্য মরিয়া দু’দল। কটকে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচটি।

দলের সেরা ব্যাটার বিরাট কোহলিকে ছাড়াই নাগপুরে প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলো ভারত। হাঁটুর ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি কোহলি। তারপরও প্রথম ম্যাচে জয় পেতে কষ্ট হয়নি ভারতের। ৪ উইকেটের জয়ে সিরিজ শুরু করে টিম ইন্ডিয়া।

প্রথমে ব্যাট করা ইংল্যান্ডকে ২৪৮ রানে গুটিয়ে দেয় ভারতীয় বোলাররা। পেসার হর্ষিত রানা ও স্পিনার রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন।

জবাবে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ২৪৯ রানের টার্গেট স্পর্শ করে ভারত। ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন শুভমান গিল। এছাড়া শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল ৫২ রান করেন। এ ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২ রান করেন তিনি।

দ্বিতীয় ম্যাচে কোহলিকে পাওয়া যাবে  জানিয়েছেন গিল। প্রথম ম্যাচ শেষে গিল বলেন, ‘কোহলির চোট খুব গুরুতর নয়। অনুশীলনে তাকে দেখে ভাল লেগেছে। দ্বিতীয় ম্যাচে তাকে নিশ্চয়ই পাওয়া যাবে।’

প্রথম ম্যাচে নিজের ব্যাটিং নিয়ে গিল বলেন, ‘আমি কখনও শতরানের কথা ভাবিনি। আমি বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলতে চেয়েছিলাম। সফল হয়েছি। তবে ম্যাচ শেষ করে আসা উচিত ছিলো আমার।’

দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হলে ম্যাচের ফল অন্যরকম হতো। কিন্তু আমরা বড় সংগ্রহ পায়নি। ভারতের বিপক্ষে ম্যাচ জিততে হলে ব্যাটারদের বড় ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। আশা করি দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারবে।’

এখন পর্যন্ত ১০৮ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। এরমধ্যে ভারতের জয় ৫৯ ম্যাচে এবং ইংলিশদের জয় ৪৪ ম্যাচে। ২টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০