সেভিয়াকে হারিয়ে রিয়াল-অ্যাথলেটিকোর আরও কাছে বার্সেলোনা

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০ আপডেট: : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৯
স্প্যানিশ ফুটবল লিগে বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে সেভিয়াকে -ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : স্প্যানিশ ফুটবল লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের আরও কাছে পৌঁছে গিয়েছে বার্সেলোনা। গতরাতে নিজেদের ২৩তম ম্যাচে বার্সা ৪-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। এই জয়ে রিয়াল ও অ্যাথলেটিকোর সাথে পয়েন্ট ব্যবধান কমে এসেছে বার্সার। ২৩ ম্যাচ শেষে রিয়ালের ৫০, অ্যাথলেটিকোর ৪৯ ও বার্সেলোনার ৪৮ পয়েন্ট আছে।

আগের দিনই ১-১ গোলে ড্র করে রিয়াল ও অ্যাথলেটিকো। ফলে রিয়াল-অ্যাথলেটিকোর সাথে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ পায় বার্সেলোনা। এজন্য জয়ের বিকল্প ছিলো না তাদের। সেভিয়ার মাঠে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামে বার্সা।

ম্যাচের সপ্তম মিনিটেই গোল পেয়ে যায় বার্সেলোনা। রাফিনিয়ার ক্রসের পর ইনিগো মার্তিনেসের পাসে কাছ থেকে গোল করেন স্ট্রাইকার রবার্তো লেভানদোভস্কি। এবারের আসরে ২২ ম্যাচে ১৯ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরার এখন লেভানদোভস্কি। 

তবে লিড ধরে রাখতে পারেনি বার্সেলোনা। অষ্টম মিনিটে ম্যাচে সমতা ফেরায় সেভিয়া। সাউল নিগেসের পাস থেকে বল বার্সেলোনার জালে পাঠাতে রুবেন ভার্গাস। এতে ম্যাচে ১-১ সমতা ফিরে। এই স্কোর নিয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ করে দুই দল। 

দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গাভির বদলি নামা ফার্মিন লোপেজ। 

৫৫ মিনিটে বার্সেলোনাকে তৃতীয় গোল এনে দেন রাফিনিয়া। পাউ কুবাসির পাস পেয়ে বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে সেভিয়ার জালে বল পাঠান ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনিয়া।

৬২ মিনিটে সেভিয়ার জিব্রিলকে ফাউল করলে ফার্মিনকে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দল নিয়ে রক্ষণাত্মক খেলতে শুরু করে বার্সেলোনা। ৩-১ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ শেষ করার পথে ছিলো বার্সা। তবে ৮৯ মিনিটে সেভিয়ার জালে চতুর্থবারের বল পাঠায় বার্সেলোনা। গোলটি করেন এরিক গার্সিয়া। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তমস্থানে আছে সেভিয়া। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০