শিরোনাম
ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনে ডান হাতে চোট পেয়েছেন বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার।
একই হাতে ওয়েস্ট ইন্ডিজ সফরেও চোট পেয়েছিলেন সৌম্য। এজন্য সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি।
ইনজুরির কারণে বিপিএলের শুরুতে বেশ কিছু ম্যাচ মিস করেন সৌম্য। বিপিএলের শেষভাগে মাঠে ফিরে ৪ ম্যাচ খেলেন তিনি।
আজ নেট সেশনে বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর এক ডেলিভারি সৌম্যর হাতে লাগে। তাৎক্ষণিকভাবে স্ক্যানের জন্য পাঠানো হলেও তার ইনজুরির বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।
এরপর রাওয়ালপিন্ডিতে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।