শিরোনাম
ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য বাংলাদেশ দলের সাথে যুক্ত হবেন পেসার হাসান মাহমুদ। তবে টুর্নামেন্ট শুরু হলেই দেশে ফিরবেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি হাসানের। টাইগারদের পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পে জায়গা পেয়েছেন হাসান।
আগামী ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্ততি শেষ করবে টাইগাররা।
২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।