চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৬
শরফুদ্দৌলা ইবনে শহীদ -ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। তার সাথে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনাকারী  কর্মকর্তাদেও  নাম ঘোষণা  করেছে।  

২০১৭ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান এবং দুবাইয়ের মাঠে গ্রুপ পর্বের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে  অন-ফিল্ড আম্পয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ও কেটেলবরো। করাচিতে অনুষ্ঠেয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। এ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ারর্ফ থাকবেন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু পাইক্রফট।

২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ড ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।

মাঠের পাশাপাশি টিভি আম্পায়ার এবং অন্যান্য ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে শরফুদ্দৌলাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০