ইনজুরিতে মৌসুম শেষ হাভার্টজের

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১
কাই হাভার্টজ -ছবি : সংগৃহীত

 

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না আর্সেনাল স্ট্রাইকার কাই হাভার্টজ।

গত সপ্তাহে দুবাইয়ে দলের অনুশীলন ক্যাম্পে চোট পান ২৫ বছর বয়সী হাভার্টজ। এ কারণে অস্ত্রোপচার করতে হবে তার এবং বাকি মৌসুমের জন্য ছিটকে গেছেন তিনি।

অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় পুনর্বানে থাকতে হবে হাভার্টজকে। এজন্য গ্রীষ্ম পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে আর্সেনাল জানায়, ‘আমরা নিশ্চিত করছি, গত সপ্তাহে দুবাইয়ে অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে হাভার্টজ।’

তারা আরও জানায়, ‘পর্যবেক্ষণ এবং বিশেষজ্ঞদের পর্যালোচনার পর হাভার্টজের অস্ত্রোপচারের বিষয়টি  নিশ্চিত হওয়া গেছে। শীঘ্রই অস্ত্রোপচারের পর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। যা আগামী প্রাক-মৌসুম পর্যন্ত স্থায়ী হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব হাভার্টজের ফেরানোর বিষয়ে ক্লাবের সকলেই তার পাশে আছে।’

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের হয়ে ৩৪ ম্যাচে ১৫ গোল করে দলের সর্বোচ্চ স্কোরার হাভার্টজ। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হাভার্টজের দল আর্সেনাল। 

সমানসংখ্যক ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০