শিরোনাম
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে দ্রুত ৬ হাজার রানের বিশ্ব রেকর্ডে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলার সঙ্গী হলেন পাকিস্তানের বাবর আজম।
চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আমলার রেকর্ড স্পর্শ করেন বাবর। আমলার মত ১২৩ ইনিংসেই ৬ হাজার রান পূর্ণ করেন বাবর।
২০০৮ সালে অভিষেকের পর ২০১৫ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ১২৬ ম্যাচের ১২৩ ইনিংসে ৬ হাজার রান পূর্ণ করেছিলেন আমলা।
ফাইনাল ম্যাচের আগে বাবরের ওয়ানডে পরিসংখ্যান ছিলো- ১২৫ ম্যাচের ১২২ ইনিংসে ৫৯৯০ রান। ৬ হাজার রান থেকে ১০ রান দূরে ছিলেন তিনি।
প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে চার মেরে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। রেকর্ড গড়া ইনিংসে শেষ পর্যন্ত ২৯ রানে থামেন বাবর। ৩৪ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন বাবর।
পাকিস্তানের একাদশ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর।
৬ হাজারে না পারলেও দ্রুততম ৫ হাজার রানে আমলাকে টপকে রেকর্ডের মালিক হয়েছিলেন বাবর। ৯৭ ইনিংসে ওয়ানডেতে ২০২৩ সালে ৫ হাজার রান পূর্ন করেছিলেন বাবর। ১০১ ইনিংসে ৫ হাজার রান করে ২০১৫ সালে রেকর্ড গড়েছিলেন আমলা।