চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি

বাসস
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এবারের আসরের মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। যা ২০১৭ সালের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানির চেয়ে ৫৩ শতাংশ বেশি।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২ দশমিক ২৪ মিলিয়ন ডলার। যা টাকার হিসাবে ২৭ কোটি ৬ লাখের বেশি।

প্রাইজমানি হিসেবে রানার্স-আপ দল পাবে ১ দশমিক ১২ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকার মত।

টুর্নামেন্টের দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ কোটির টাকার বেশি।

এ ছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচের জন্য জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার করে।

পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার করে।

টুর্নামেন্টে সপ্তম ও অষ্টমস্থানে থেকে শেষ করা দুই দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে।

এছাড়াও টুর্নামেন্টে অংশ গ্রহণ করা  প্রতিটি দল  পাবে ১ লাখ ২৫ হাজার ডলার করে।

তাই কোন ম্যাচ না জিতেও আট দলের টুর্নামেন্টে অষ্টমও হয় তারপরও ৩ কোটি টাকার বেশি পাবে বাংলাদেশ।

দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে আইসিসি কোন টুর্নামেন্ট। ১৯৯৬ সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম আইসিসি টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান।

১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।

সেমিফাইনালের বিজয়ী দু’দল ৯ মার্চ ফাইনাল খেলবে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে। ভারত ফাইনালে না উঠলে ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০