টাঙ্গাইলে শহীদ আবু সাঈদ ও মারুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ধনবাড়ী একাডেমি চ্যাম্পিয়ন 

বাসস
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪১
টাঙ্গাইলে শহীদ আবু সাঈদ ও মারুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ধনবাড়ী একাডেমি চ্যাম্পিয়ন -ছবি : বাসস

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের বাসাইলে শহীদ আবু সাঈদ ও মারুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ধনবাড়ী একাডেমি। 

ফাইনাল ম্যাচে ধনবাড়ী ফুটবল একাডেমি ২-১ গোলে হারিয়েছে সখিপুর সানবান্দা স্পোর্টিং ক্লাব দলকে। 

আজ বিকেলে বাসাইল উপজেলার দাপনাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: হামিদুল হক মোহন। 

এ সময় হামিদুল হক মোহন বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে। 

২০২৪-এ ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আবু সাঈদ ও মারুফের মত অসংখ্য ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এই আত্মত্যাগ আমরা কখনও ভুলবো না। 

তিনি আরো বলেন, এ ধরনের আয়োজনে তরুণরা খেলাধুলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত হবে । মোবাইল আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে আগামীতে আরো বেশি খেলাধুলার আয়োজনের আহ্বান জানান তিনি।

দাপনাজোর আর এম এইচ র্স্মৃতি সংঘ’র আয়োজনে ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ে উপসচিব মোহাম্মদ আমিন শরীফ সোপান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক তরী ইন্টারন্যাশনালের প্রোপাইটর শাহ আলম শাওনসহ আরও অনেকে। 

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স-আপ দলকে ৪০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০