ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৭
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার (১৫-০২-২০২৫) আর্মি গলফ ক্লাবে ‘৪র্থ ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের সাথে ফটোসেশন করেন -ছবি : আইএসপিআর

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে '৪র্থ ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫' এর সমাপনী আজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি তার বক্তব্যে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সর্বমোট ৮৬৭ জন গলফার অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে লে. কর্নেল তৌফিক আহমেদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়াও, ভেটেরান বিভাগে এ কে এম আব্দুর রাজ্জাক, সিনিয়র বিভাগে মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম, লেডিস বিভাগে মিসেস নিলা আজিজ এবং জুনিয়র বিভাগে মাস্টার খান ফারহান আহমেদ বিজয়ী হন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০