পয়েন্ট নষ্ট করলো রিয়াল ও অ্যাথলেটিকো

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৫

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : স্প্যানিশ ফুটবল লিগে পয়েন্ট নষ্ট করলো রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ।

গতরাতে ২৪ রাউন্ডের ম্যাচে ওসাসুনার সাথে রিয়াল এবং সেল্টা ভিগোর সাথে ড্র করেছে অ্যাথলেটিকো। দু’টি ম্যাচই ১-১ গোলে ড্র হয়।

রিয়াল ও অ্যাথলেটিকোর ড্র’তে সুবিধা হয়েছে বার্সেলোনার। কারণ বার্সার সামনে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ তৈরি হয়েছে। ২৪ ম্যাচ শেষে রিয়াল ৫১ ও অ্যাথলেটিকোর আছে ৫০ পয়েন্ট। ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে বার্সেলোনা। ১৮ ফেব্রুয়ারি ঘরের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে জিতলেই শীর্ষে উঠবে বার্সা। রিয়ালের সমান পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে যাবে বার্সেলোনা।

ওসাসুনার মাঠে প্রথম গোল পায় রিয়াল। ফেডে ভালভেদের ক্রস থেকে বল পেয়ে দারুন গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ১-০ গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় রিয়াল।

দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে উঠে রিয়াল। কিন্তু আক্রমণভাগের ভুলে পেরে উঠছিলোনা  তারা। এমন হতাশার মাঝেই ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল।

লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। এ অবস্থায় লিড নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোল হজম করে রিয়াল।

৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওসাসুনাকে সমতায় ফেরান আন্তে বুদিমির। ১-১ সমতা ফেরার পর লিডের জন্য মরিয়া হয়ে উঠে রিয়াল-ওসাসুনা দুই দলই। কিন্তু শেষ পর্যন্ত কোন দলই গোল পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের।

এদিকে, ঘরের মাঠে শুরুতেই ধাক্কা খায় অ্যাথলেটিকো। ৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার পাবলো ব্যারিওস। ১০ জনের দল নিয়ে খেলে ৬৮ মিনিটে প্রথম গোল হজম করে অ্যাথলেটিকো। সেল্টা ভিগোর স্ট্রাইকার ইয়াগো আসপাস গোল করেন।

৮১ মিনিটে অ্যাথলেটিকোর হয়ে গোল পরিশোধ করেন স্ট্রাইকার আলেকজান্ডার সোরলোথ। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

২৪ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে অ্যাথলেটিকো। ২৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে সেল্টা ভিগো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০