ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড় ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বিশেষ এই বাংলাদেশ টাইগার্স ক্যাম্প আয়োজন করা হয়।
মার্চের প্রথম সপ্তাহে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হবে। তার আগ পর্যন্ত স্থানীয় কোচদের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস।
আজ সাংবাদিকদের নাফিস বলেন, ‘ফিটনেস সেশন দিয়ে শুরু হবে ক্যাম্পটি এবং পরে ক্রিকেটারদের স্কিল প্রশিক্ষণ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেটাররা যখন কিছুটা ছুটি পান তখনই সাধারনত ক্যাম্পটি হয়ে থাকে। যেহেতু ডিপিএল শুরু হতে আমাদের ১২/১৫ দিন সময় আছে, তাই জাতীয় দলের বাইরে থাকা ও প্রতিভাবান ক্রিকেটাররা এখানে অনুশীলনের মধ্যে থাকবে। লিগ শুরু হলে সবাই নিজ-নিজ দলের সাথে অনুশীলন করবেন।’
যদিও এই মুহূর্তে ঘরের মাঠে কোন আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট নেই তথাপি মিরপুরের স্টেডিয়াম ক্রিকেটারদের উপস্থিততে মুখরিত হয়ে উঠেছে।
আসন্ন প্রিমিয়ার লিগের জন্য নারী ক্রিকেটাররাও অনুশীলন করছে। পাশাপাশি একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করছে অনূর্ধ্ব-১৯ দলও। এরমধ্যে, টাইগার্স ক্যাম্পে থাকা পুরুষ ক্রিকেটাররা ইনডোরে অনুশীলন শুরু করছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বর্তমানে দুবাই আছে বাংলাদেশ জাতীয় দল। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে টাইগাররা। এরপর ২৪ এবং ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।