আফগানিস্তানকে হারালো নিউজিল্যান্ড

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৪
আফগানিস্তানকে হারালো নিউজিল্যান্ড - ছবি : সংগৃহীত
বাসস ক্রীড়া-২ ক্রিকেট-চ্যাম্পিয়ন্স ট্রফি-প্রস্তুতি ম্যাচ আফগানিস্তানকে হারালো নিউজিল্যান্ড ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। গতরাতে করাচিতে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড ২ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। টস জিতে প্রথমে ব্যাট করে ওপেনার রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় গুরবাজ। ১২টি চার ও ১টি ছক্কায় ১০৭ বলে ১১০ রান করেন গুরবাজ। দলীয় ২৩৪ রানে আউট হন গুরবাজ। এছাড়াও আফগানিস্তাানের হয়ে সেদিকুল্লাহ আতাল ৫২ ও অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ৪০ রান করেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি-জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন। ৩০৬ রানের টার্গেটে বড় ইনিংস খেলতে পারেনি নিউজিল্যান্ডের স্বীকৃত ব্যাটাররা। ফলে ২৩৪ রনে ৮ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। তবে নবম উইকেটে ড্যারিল মিচেল ও ম্যাট হেনরির অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটিতে ১৩ বল বাকী রেখে জয় পায় সদ্যই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়া নিউজিল্যান্ড। মিচেল ৩৬ ও হেনরি ৩১ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার ডেভন কনওয়ে ৬৬, মার্ক চাপম্যান ৪৭ ও গ্লেন ফিলিপস ৪৬ রান করেন। আফগানিস্তানের রশিদ খান ও নূর আহমেদ ২টি করে উইকেট নেন। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ১৪৪ রানের বড় ব্যবধানে হেরেছিলো আফগানিস্তান। বাসস/এএমটি/১৬৪০/-স্বব
  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০